Logo

আজ ‘প্রাক্তনকে ক্ষমা করার দিন’

profile picture
জনবাণী ডেস্ক
১৭ অক্টোবর, ২০২৫, ১৬:৫৪
1Shares
আজ ‘প্রাক্তনকে ক্ষমা করার দিন’
ছবি: সংগৃহীত

আজ ১৭ অক্টোবর, বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘প্রাক্তনকে ক্ষমা করার দিন (Forgive an Ex Day)’। ২০১৮ সাল থেকে শুরু হওয়া এই দিনটির কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি নেই, তবু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবছরই এটি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে।

বিজ্ঞাপন

সম্পর্ক ভাঙার পরে শুধু কষ্ট থাকে না, থাকে অনেক অভিমান, হতাশা এবং অপূর্ণতা। এই দিনটি মানুষকে মনে করিয়ে দেয়—যতই ব্যথা থাকুক, অতীতকে ছেড়ে এগিয়ে যাওয়া মানসিক শান্তির জন্য সবচেয়ে ভালো পথ। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন ধরে মনের ভেতরে ধরে রাখা ক্ষোভ ও রাগ মানসিক চাপ বাড়ায় এবং ব্যক্তির জীবনযাত্রার মান হ্রাস করে। তাই পুরোনো অনুভূতিগুলোকে বিদায় জানানো মানে নিজের জন্যই মুক্তির পথ তৈরি করা।

আজকের দিনে মানুষ নানাভাবে তাদের অনুভূতি প্রকাশ করেন। কেউ প্রাক্তন সঙ্গীকে একটি ছোট বার্তা পাঠান, আবার কেউ সোশ্যাল মিডিয়ায় লিখে ফেলেন মনের কথা। কেউ হয়তো চুপচাপ মনে মনে ক্ষমা করেন, আবার কেউ নিজের ভুল স্বীকার করে শান্তি খুঁজে নেন। এই ছোট্ট পদক্ষেপগুলো মানসিক শান্তি এবং সম্পর্কের প্রভাবকে নতুন দিক দেখায়।

বিজ্ঞাপন

সোশ্যাল মিডিয়ায় দিনটি উপলক্ষে নানা ধরনের পোস্ট, গল্প এবং আবেগঘন বার্তা ছড়িয়ে পড়ে। অনেকের জন্য এটি শুধু একদিনের স্মরণ নয়, বরং নিজেদের অতীতকে নতুনভাবে বোঝার এবং নিজের মনকে মুক্ত করার এক সুযোগ। বিশেষজ্ঞরা বলেন, ক্ষমা করা মানে কোনো ভুলকে উপেক্ষা করা নয়, বরং নিজের মানসিক স্বাস্থ্যের জন্য বোঝা কমানো।

আজকের দিনে অনেকেই তাঁদের প্রাক্তন সঙ্গীদের উদ্দেশ্যে ছোট একটি বার্তা পাঠান, কেউ কেউ আবার সোশ্যাল মিডিয়ায় লিখেন মনের কথা। কেউ হয়তো চুপচাপ মনে মনে ক্ষমা করে দেন, আরেকজন খুঁজে নেন নিজের ভুলও।

বিজ্ঞাপন

এই দিবসটি যদিও সরকারি বা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়, তবে মানুষের মনের অনুভূতির সঙ্গে এটি জড়িয়ে আছে গভীরভাবে। সোশ্যাল মিডিয়ায় দিনটি নিয়ে নানা ধরনের পোস্ট, গল্প ও আবেগঘন বার্তা ভেসে বেড়াচ্ছে।

আজ হয়তো সেই দিন, যেদিন আপনি কাউকে মনে মনে বলবেন ‘তোমায় ক্ষমা করলাম। ভালো থেকো।’

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD