আজ প্রাক্তনকে মেসেজ দেওয়ার দিন

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘প্রাক্তনকে মেসেজ দেওয়ার দিন’। বিশেষ এই দিনে ব্যস্ত জীবনের ফাঁকে একসময় সবচেয়ে কাছের মানুষটির খবর নেওয়ার প্রথা নতুন করে আলোচনায় এসেছে।
বিজ্ঞাপন
মনোবিজ্ঞানীদের মতে, সম্পর্ক যেভাবেই শেষ হোক না কেন, পুরোনো দিনের স্মৃতি ও সম্মানের জায়গা ধরে রাখতে একবার যোগাযোগ করে জানতে চাওয়া— কেমন আছো?— ইতিবাচক যোগাযোগের দিকেই ইঙ্গিত দেয়। তবে এ বিষয়ে সতর্কতাও দিয়েছেন তারা। ভুল বোঝাবুঝি বা অস্বস্তি তৈরি হতে পারে এমন বার্তা না পাঠানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
সোশ্যাল মিডিয়ায়ও সারাদিন জুড়ে চলছে নানা হ্যাশট্যাগ— #MessageYourExDay, #AreYouOkay, #ExDay—যেখানে অনেকে শেয়ার করছেন নিজের অনুভূতি, পুরোনো সম্পর্কের গল্প, কিংবা শুধু খোঁজখবর নেওয়ার অভিজ্ঞতা।
বিজ্ঞাপন
অনেকেই মনে করছেন, জীবনের পথ বদলেও ভালো স্মৃতি বেঁচে থাকুক—এমন মানবিক বার্তাই বহন করে আজকের এই দিন।








