Logo

আশ্রয় নেওয়া বিজিপি সদস্যদের ফিরিয়ে নেবে মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
৬ ফেব্রুয়ারী, ২০২৪, ০২:৫৫
40Shares
আশ্রয় নেওয়া বিজিপি সদস্যদের ফিরিয়ে নেবে মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

এর আগে ভারতেও আশ্রয় নিয়েছিল মিয়ানমারের সীমান্তরক্ষীরা। তাদেরও ফিরিয়ে নেওয়া হয়েছিল

বিজ্ঞাপন

ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। মিয়ানমার থেকে আসা সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) সদস্যদের  দেশটির সরকার ফিরিয়ে নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

সোমবার (৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত থাইল্যান্ড ও লিবিয়ার রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদ্রর প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের ফিরিয়ে নিতে সেদেশের ডেপুটি ফরেন মিনিস্টার আমাদের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করেছেন। তারা তাদের সীমান্তরক্ষীদের ফিরিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।”

বিজ্ঞাপন

‘কীভাবে ফিরিয়ে নেওয়া হবে’ এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তা নিয়ে আলোচনা চলছে।

বিজ্ঞাপন

‘তারা যেতে না চাইলে কি হবে’ এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “তারা তো অবশ্যই যেতে চাচ্ছে। না হলে মিয়ানমার সরকার আমাদের সঙ্গে যোগাযোগ করছে কেন? মিয়ানমার তাদের নিয়ে যেতে চায়।”

বিজ্ঞাপন

ড. হাছান মাহমুদ জানান, “এর আগে ভারতেও আশ্রয় নিয়েছিল মিয়ানমারের সীমান্তরক্ষীরা। তাদেরও ফিরিয়ে নেওয়া হয়েছিল।”

বিজ্ঞাপন

তিনি জানান, “এ পর্যন্ত ৯৫ জন বিজিপির সদস্য বাংলাদেশে এসেছেন, আরও আসতে পারেন। তবে আমাদের সীমান্ত অরক্ষিত নয়, সেখানে আমাদের বিজিবি সজাগ রয়েছে।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD