Logo

ইজতেমার দ্বিতীয় পর্বে আরও ৭ মুসল্লির মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
১০ ফেব্রুয়ারী, ২০২৪, ০১:১৬
64Shares
ইজতেমার দ্বিতীয়  পর্বে আরও ৭ মুসল্লির মৃত্যু
ছবি: সংগৃহীত

বাকি ছয়জন বার্ধক্যজনিত কারণে মৃত্যু বরণ করেছেন

বিজ্ঞাপন

গাজীপুরে টঙ্গীর তুরাগ তীরে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। দ্বিতীয় পর্বের এ ইজতেমায় এখনো পর্যন্ত সাত মুসল্লির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন সড়ক দুর্ঘটনায় এবং বাকি ছয়জন বার্ধক্যজনিত কারণে মৃত্যু বরণ করেছেন।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ইজতেমায় আসার সময় আব্দুল্লাহপুরে বাসের ধাক্কায় আবুল কা‌শেম (৬৫) নামে এক মুসল্লি মারা গেছেন।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

নিহত আবুল কা‌শেমের বাড়ি লক্ষ্মীপুরের রামগতি উপজেলায়। আর মারা যাওয়া অন্য দুইজনের নাম পরিচয় এখনও সনাক্ত করা যায়নি।

বিজ্ঞাপন

মারা যাওয়া অন্য মুসল্লিরা হলেন- শেরপুর সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ আবুল কালাম (৬৫), দিনাজপুরের নবাবগঞ্জ থানার শিবনগর এলাকার মো. জহির উদ্দিন (৭০), নেত্রকোণার কেন্দুয়া থানার কুতুবপুর গ্রামের মো. হেলিম মিয়া (৬৫) এবং জামালপুর জেলার ইসলামপুর থানার গোয়ালের চর গ্রামের নবীর উদ্দিন (৬৫)।

বিজ্ঞাপন

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম এ সকল তথ্য নিশ্চিত করে জানান, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ছয়জনই বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এবং অন্য একজন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, যাদের তথ্য ও ঠিকানা সনাক্ত করা গেছে, ইতোমধ্যে তাদের স্বজনদের কাছে এসব মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD