Logo

দাবদাহে পথচারীদের সুপেয় পানি সরবরাহ শুরু করেছে ফায়ার সার্ভিস

profile picture
জনবাণী ডেস্ক
২৫ এপ্রিল, ২০২৪, ০২:৫২
51Shares
দাবদাহে পথচারীদের সুপেয় পানি সরবরাহ শুরু করেছে ফায়ার সার্ভিস
ছবি: সংগৃহীত

যতদিন এরকম তীব্র তাপদাহ চলমান থাকবে ততদিন এই কার্যক্রম চলমান থাকবে।

বিজ্ঞাপন

সারাদেশে তীব্র দাপদাহ চলছে। জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ ও বিপর্যস্ত। তাই এই তাপদাহে ঢাকা শহরের সাধারণ মানুষ, পথচারী, রিকশাচালকসহ বিভিন্ন পেশার মানুষের মাঝে স্বস্তি আনতে সুপেয় পানি সরবরাহ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

বুধবার (২৪ এপ্রিল) সকাল থেকে ঢাকা শহরের বিভিন্নস্থানে ১হাজার ৮০০ লিটারের ওয়াটার ট্যাংক স্থাপন করে এই সেবা প্রদান কার্যক্রম শুরু করেছে সংস্থাটি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জানা যায়, বাংলাদেশ সচিবলায়ের সামনে, ধানমণ্ডির ৫নং সড়কসহ ঢাকা শহরের বিভিন্নস্থানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সেবামূলক কার্যক্রম চলমান থাকবে। যতদিন এরকম তীব্র তাপদাহ চলমান থাকবে ততদিন এই কার্যক্রম চলমান থাকবে।

বিজ্ঞাপন

ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. সালেহ উদ্দিন বলেন, যারা রাস্তায় সামন্যতম ক্লান্তিতে থাকবেন তারা এই ওয়াটার ট্যাংকি থেকে পানি পান করতে পারবেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের দুইজন ফায়ার ফাইটার পানি বিতরণ ও রক্ষণাবেক্ষণের জন্য ওয়াটার ট্যাংকের পাশে অবস্থান করবেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, এই কার্যক্রম পর্যায়ক্রমে দেশব্যাপী বিস্তার করার উদ্যোগ রয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD