কলকাতায় এমপি আনারের মরদেহ উদ্ধার, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিষয়টি তদন্তের স্বার্থে বেশি কিছু বলা যাবে না
বিজ্ঞাপন
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে ভারতের কলকাতায় পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। তিনি বলেন, এমপি আনার খুনের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তের স্বার্থে বেশি কিছু বলা যাবে না।
বুধবার (২২ মে) ধানমন্ডির বাসভবনে গণমাধ্যমকর্মীদের এ কথা জানান তিনি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা যৌথভাবে (দুদেশের পুলিশ) কাজ করছি। তদন্তের স্বার্থে ইন্ডিয়ান পুলিশ আমাদের কাছে যে ধরনের সহযোগিতা চাইছে তা আমরা দিচ্ছি।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, এমপি আনার হত্যার ঘটনায় দুদেশের সম্পর্কের মধ্যে কোনো অবনতি ঘটবে না।
বিজ্ঞাপন
এর আগে শনিবার (১১ মে) সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ হন।
বিজ্ঞাপন
এমএল/