Logo

ঈদে ট্রেনযাত্রা: ২ জুন থেকে অগ্রিম টিকিট বিক্রির প্রস্তাব

profile picture
জনবাণী ডেস্ক
২৪ মে, ২০২৪, ২৩:৩৩
91Shares
ঈদে ট্রেনযাত্রা: ২ জুন থেকে অগ্রিম টিকিট বিক্রির প্রস্তাব
ছবি: সংগৃহীত

সভায় ঈদ যাত্রার সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে

বিজ্ঞাপন

আসন্ন ঈদুল আজহায় যাত্রীদের যাতায়াতকে নির্বিঘ্ন করতে প্রস্তুতি নিতে শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১৭ জুন ঈদুল আজহা উদযাপিত হতে পারে, এমন চিন্তা মাথায় রেখে ২ জুন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করার প্রস্তাব জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) রেলপথ মন্ত্রণালয়ে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে অনুষ্ঠিত আন্ত মন্ত্রণালয় সভায় এ প্রস্তাব জানানো হয়। সভায় ঈদ যাত্রার সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এদিন সকালে রেলভবনে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এই প্রস্তাব জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম। সভায় স্বাভাবিক ও স্পেশ ট্রেন সার্ভিস পরিচালনা, অগ্রিম টিকিট বিক্রি, টিকিট কালোবাজারি রোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, যাত্রীদের নিরাপদ চলাচল ও প্রত্যাশিত সেবা নিশ্চিত করার বিষয়ে বিশেষ আলোচনা হয়।

বিজ্ঞাপন

সভার দায়িত্বশীল সূত্রে জানা গেছে, কোরবাণীর ঈদকে কেন্দ্র করে বরাবরের মতো এবারও ট্রেনের অগ্রিম আসন বিক্রি করবে রেলওয়ে কতৃপর্ক্ষ। ঘরমুখো যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে আগামী ২ জুন থেকে ঈদ যাত্রায় ১০ দিন আগের আন্তঃনগর ট্রেনের অগ্রিম আসন বিক্রি শুরু করার প্রস্তাব দেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২ জুন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হতে পারে।

বিজ্ঞাপন

আরও জানা গেছে, সক্ষমতা অনুযায়ী এবার ঈদে পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চল মিল মোট ১০ জোড়া স্পেশাল ট্রেন চালানো হতে পারে। ঈদে ট্রেন ভ্রমণের সার্বিক প্রস্তুতি ও ট্রেনের অগ্রিম আসন বিক্রি নিয়ে সোমবার (২৭ মে) সংবাদ সম্মেলন হতে পারে। রেলমন্ত্রী সেখানে বিস্তারিত জানাবেন।

বিজ্ঞাপন

সভার কার্যবিবরণীতে দেখা যায়, এবারও ঈদে ট্রেনের সব আসন অনলাইনেই অগ্রিম বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের আসন সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের আসন দুপুর ২টা থেকে বিক্রি করা হতে পারে।

বিজ্ঞাপন

রেলওয়ের কর্ম পরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ১২ জুনের টিকিট বিক্রি হতে পারে ২ জুন, ১৩ জুনের টিকিট বিক্রি হতে পারে ৩ জুন, ১৪ জুনের টিকিট বিক্রি হতে পারে ৪ জুন, ১৫ জুনের টিকিট বিক্রি হতে পারে ৫ জুন, ১৬ জুনের টিকিট বিক্রি হতে পারে ৬ জুন। এছাড়া যাত্রী সাধারণের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ আসন যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যেতে পারে।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD