Logo

দুই বিলিয়ন ডলারের সমপরিমাণ অর্থ দেবে চীন: প্রধানমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
১৫ জুলাই, ২০২৪, ০২:৩৭
45Shares
দুই বিলিয়ন ডলারের সমপরিমাণ অর্থ দেবে চীন: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

২ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ দেবে চীন। এগুলোর কিছু হবে অনুদান

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, বাংলাদেশকে চার ধরনের অর্থনৈতিক সুবিধার আওতায় ২ বিলিয়ন ডলার সমপরিমাণ অর্থ সহায়তা দিতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সম্মত হয়েছেন।

রবিবার (১৪ জুলাই)  বিকাল ৪টায় গণভবনে সম্প্রতি শেষ হওয়া চীন সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর শেখ হাসিনা বলেন, “২ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ দেবে চীন। এগুলোর কিছু হবে অনুদান, কিছু হবে সুদমুক্ত ঋণ।” 

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী জানান, “এছাড়াও কনসেশনাল বা ছাড়যুক্ত ঋণ ও বাণিজ্যিক ঋণও দেবে চীন।”

বিজ্ঞাপন

চীন সফর নিয়ে সমালোচনার উত্তরে প্রাধানমন্ত্রী বলেন, “চীনের সঙ্গে ২১ টি সমঝোতা হয়েছে। আরও ৭টি বিষয় এর বাহিরেও আছে। আমি জানি না যারা এ কথাগুলো বলে বেড়াচ্ছেন তারা কি জেনে বলছেন, নাকি শুধু আমাকে হেয় করতে বলছেন, সেটা একটি প্রশ্ন। আমি এগুলোকে খুব গুরুত্ব দেইনা। ১৯৮১ সালে দেশে ফেরার পর থেকে এ ধরনের নেগেটিভ কথা শুনে অভ্যস্ত।” 

বিজ্ঞাপন

এর আগে গেল ৮ জুলাই চীন সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ১০ জুলাই চীন সফর শেষে দেশে ফেরেন সরকারপ্রধান। এই সফরে চীনের সঙ্গে বাংলাদেশের ২১টি চুক্তি-সমঝোতা ও ৭টি ঘোষণাপত্র স্বাক্ষর হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD