Logo

বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের হাইকোর্ট ঘেরাও

profile picture
জনবাণী ডেস্ক
১৬ অক্টোবর, ২০২৪, ২২:১৫
65Shares
বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের হাইকোর্ট ঘেরাও
ছবি: সংগৃহীত

বুধবার (১৬ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে তারা হাইকোর্ট ঘেরাও করেন।

বিজ্ঞাপন

‘আওয়ামী লীগের ফ্যাসিস্ট’ বিচারকদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাওয়ে করেছেন শিক্ষার্থীরা। 

বুধবার (১৬ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে তারা হাইকোর্ট ঘেরাও করেন। 

বিজ্ঞাপন

এ সময় ‘ঘেরাও ঘেরাও ঘেরাও হবে, হাইকোর্ট ঘেরাও হবে’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘ফ্যাসিবাদের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন তারা।

বিজ্ঞাপন

এদিন সকাল সাড়ে ১০টা থেকেই রাজু ভাস্কর্যে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। বিভিন্ন হল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে এসে অবস্থান নেন।

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে ফেসবুকে দেওয়া পোস্টে হাইকোর্ট ঘেরাওয়ের কর্মসূচির ডাক দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ।

বিজ্ঞাপন

মঙ্গলবারে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে আওয়ামীপন্থী আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেন। এসময় তারা নানা রকম স্লোগান দেন।  

বিজ্ঞাপন

২০-২৫ আইনজীবী এই বিক্ষোভে অংশ নেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এসময় বিক্ষোভ থেকে একজনকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ।

বিজ্ঞাপন

আওয়ামীপন্থী আইনজীবীদের এই বিক্ষোভ কর্মসূচির প্রতিক্রিয়ায় হাইকোর্ট ঘেরাওয়ের কর্মসূচির ডাক দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD