গুম কমিশনে অভিযোগ দেওয়ার সময় ফের বাড়লো

যে কোনো ব্যক্তি সশরীরে কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগ দায়ের করতে পারবেন
বিজ্ঞাপন
গুম সংক্রান্ত কমিশনে অভিযোগ দায়েরের সময় আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির জনসংযোগ কর্মকর্তা কে এম খালিদ বিন জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এতে ব বলা হয়, “এসময়ের মধ্যে ২০০৯ সালের ৬ জানুয়ারি হতে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে জোরপূর্বক গুমের ঘটনায় ভিকটিম নিজে অথবা পরিবারের কোনো সদস্য বা আত্মীয়-স্বজন বা গুমের ঘটনার প্রত্যক্ষদর্শী যে কোনো ব্যক্তি সশরীরে কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগ দায়ের করতে পারবেন।”
আরও পড়ুন: সাবেক মেয়র আতিক কারাগারে
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা আরও বলা হয়, ডাকযোগে অথবা ই- মেইলেও অভিযোগ জানানো যাবে। অভিযোগ জানানোর ঠিকানা- গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি, ৯৬, গুলশান এভিনিউ, ঢাকা-১২১২। ই-মেইল: edcommission.bd@gmail.com।
বিজ্ঞাপন
এর আগে গেল ১০ অক্টোবর পর্যন্ত অভিযোগ জানানোর সময় বেঁধে দিয়েছিল কমিশন। পরে তা বাড়িয়ে ১৭ অক্টোবর পর্যন্ত করা হয়। আজ আবার সময় বাড়ানো হলো।
জেবি/এসবি
বিজ্ঞাপন








