Logo

শুক্রবার থেকে আবারও মেট্রোর এমআরটি রেজিস্ট্রেশন শুরু

profile picture
জনবাণী ডেস্ক
৩ নভেম্বর, ২০২৪, ০৩:২৫
শুক্রবার থেকে আবারও মেট্রোর এমআরটি রেজিস্ট্রেশন শুরু
ছবি: সংগৃহীত

টিকেট মেশিনে দিলেই শুধু স্টেশন থেকে বের হওয়ার সুযোগ থাকে।

বিজ্ঞাপন

বন্ধ হওয়া মেট্রোরেলের ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) পাসের  রেজিস্ট্রেশন আগামী শুক্রবার থেকে আবারও শুরু হবে 

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিএমটিসিএলের ভেরিফায়েড ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

সেখানে বলা হয়েছে, অনিবার্য পরিস্থিতির কারণে আগামী ৭ নভেম্বর পর্যন্ত কার্ড রেজিস্ট্রেশন এবং পুনরায় ইস্যু করার সুবিধা বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

বিজ্ঞাপন

জানা যায়, বর্তমান সময়ে মেট্রোরেলে যাতায়াতে যাত্রীদের জন্য দীর্ঘ মেয়াদে ব্যবহারের এমআরটি পাস ও একক যাত্রার টিকেট চালু আছে। এমআরটি পাস ক্রয় করে শুধু রিচার্জ করে যাত্রীরা ট্রেনে চড়তে পারেন। যতক্ষণ কার্ডে টাকা থাকে ততক্ষণ ট্রেনে চড়া যায়। সর্বোচ্চ ১০ হাজার টাকা রিচার্জের সুযোগ আছে। এভাবে চলাচলে ১০ শতাংশ ছাড়ও মেলে। এই কার্ড পাঞ্চ করে স্টেশন থেকে বের হতে হয়। পাঞ্চ মেশিনেই ভাড়া স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হয়। আর একক যাত্রার টিকেট কেটে গন্তব্যে যাওয়া যায়। এই টিকেট মেশিনে ঢুকিয়ে বের হতে হয়। টিকেট মেশিনে দিলেই শুধু স্টেশন থেকে বের হওয়ার সুযোগ থাকে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এখন মেট্রোরেল শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সপ্তাহের ৬ দিন সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত চলাচল করছে। আর শুধুমাত্র শুক্রবার চলাচল করছে দুপুর সাড়ে ৩টা থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD