Logo

বসুন্ধরা থেকে সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
২৭ জানুয়ারী, ২০২৫, ২৩:৫১
42Shares
বসুন্ধরা থেকে সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর গ্রেফতার
ছবি: সংগৃহীত

বসুন্ধরা থেকে সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর গ্রেফতার

বিজ্ঞাপন

রাজধানীর বসুন্ধরা থেকে ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

রবিবার (২৬ জানুয়ারি) রাতে ডাঃ এনামুর রহমানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সাভার ও আশুলিয়া থানায় একাধিক মামলা রয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে ক্ষমতার অপব্যবহার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে ডাঃ এনামুর রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

ঢাকা-১৯ আসনের সাবেক এ সংসদ সদস্যের বিরুদ্ধে দুদকের গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তিনি অবৈধ সম্পদ অর্জন করেছেন।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ডা. এনামুর রহমানের নিজ নামে নগদ জমা ও বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ আছে প্রায় ৬ কোটি টাকা। এছাড়া এনাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাইভেট লিমিটেড, এনাম এডুকেশন এন্ড ইন্ডাস্ট্রিয়াল ভিলেজ (প্রাইভেট) লিমিটেড এবং এনাম ক্যান্সার হাসপাতাল লিমিটেডে কোটি কোটি টাকা বিনিয়োগ রয়েছে। 

এছাড়া, গত আগস্টে কোটা সংস্কার আন্দোলনে অনেকে আহত ও নিহত হয়। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এসব ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক হত্যা ও হত্যা চেষ্টার মামলা করা হয়েছে।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD