চাকরি স্থায়ীকরণের দাবিতে আউটসোর্সিং কর্মীদের সড়ক অবরোধ

এতে ওই পথে যানবাহনের চাপ বেড়েছে
বিজ্ঞাপন
বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীরা চাকরি স্থায়ীকরণের দাবিতে সড়ক অবরোধ করেছেন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ৩টার পর থেকে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেন। এতে তোপখানা সড়কের উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এ পথের যানবাহনগুলো শিক্ষা ভবন হয়ে সচিবালয়ের সামনে দিয়ে গুলিস্তান জিরো পয়েন্টের দিকে যাতায়াত করছে। এতে ওই পথে যানবাহনের চাপ বেড়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আউটসোর্সিং কর্মীরা সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, অধিদপ্তরের সব প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রকল্পে কর্মরতদের চাকরি স্থায়ী করার এক দফা দাবি জানিয়েছেন।
দেশের বিভিন্ন জায়গা থেকে আসা পাঁচ শতাধিক আউটসোর্সিং কর্মী সড়কে অবস্থান নিয়েছেন।
বিজ্ঞাপন
এমএল/








