Logo

ফিলিস্তিনিদের পক্ষে সুফিবাদের ইতিহাস সৃষ্টি

profile picture
জনবাণী ডেস্ক
২৬ এপ্রিল, ২০২৫, ২১:০১
216Shares
ফিলিস্তিনিদের পক্ষে সুফিবাদের ইতিহাস সৃষ্টি
ছবি: সংগৃহীত

অবশেষে রাজধানীর প্রেসক্লাবে সংহতি সমাবেশ করছে সুন্নি তরিকতপন্থি

বিজ্ঞাপন

অবশেষে রাজধানীর প্রেসক্লাবে সংহতি সমাবেশ করছে সুন্নি তরিকতপন্থি ও সূফীবাদীরা। লাখ লাখ মুসল্লি এই সমাবেশে অংশ নিয়েছে। 

ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে শনিবার (২৬ এপ্রিল) ঢাকার প্রেসক্লাবে ‘মাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন’ কর্মসূচি করছে সুফিবাদিরা । সকাল  ৯টায় এই কর্মসূচি শুরু হয়।

বিজ্ঞাপন

সকাল থেকেই লোকে লোকারণ্য প্রেসক্লাবসহ আশপাশের সব এলাকা। একের পর এক মিছিল নিয়ে জড়ো হচ্ছেন সুন্নি তরিকতপন্থি ও সূফীবাদীরা। তাদের স্লোগানে কম্পিত হচ্ছে পুরো এলাকা। ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মিছিলগুলো থেকে ভেসে আসছে হাজার হাজার বিক্ষুব্ধ মানুষের সম্মিলিত গর্জন।

বিজ্ঞাপন

এর আগে রিপোর্টাস ইউনিটিতে আধিপত্যবাদ বিরোধী মুসলিম ঐক্য মঞ্চের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়।

এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাওলানা সৈয়দ হাসান আল আজহারী জানান, এ দেশের মানুষ শান্তিপ্রিয় এবং গণতন্ত্রমনা। ১৯৭১ সালে পাকিস্তানের মিলিটারিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করা থেকে শুরু করে ২৪ সালের জুলাই অভ্যুত্থান- বাংলাদেশের জনগণ কখনোই স্বৈরাচার ও আধিপত্যবাদী শাসককে মেনে নেয়নি, বুকের তাজা রক্ত দিয়ে পতন ঘটিয়েছে। বেশিদিন আগের কথা নয়, মাত্র ৮ মাস আগে জীবন দিয়ে লড়াই করে আধিপত্যবাদী আওয়ামী লীগকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, এই রক্তক্ষয়ী পরিস্থিতিতে আমরা দেখেছি, অবৈধ রাষ্ট্র ইসরায়েল তার আধিপত্যবাদ ও স্বেচ্ছাচারিতা দেখিয়ে ফিলিস্তিনের অসংখ্য মজলুম নাগরিককে শহীদ করে দিয়েছে। যার অধিকাংশই নারী ও শিশু। ইসরায়েলের আগ্রাসনে ফিলিস্তিনের মজলুম মুসলমানদের শহীদের তালিকা প্রতিদিনই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। পাশাপাশি ইসরায়েলের মতো আধিপত্যবাদ প্রতিষ্ঠার জন্য কোমর বেঁধে নেমেছে ইন্ডিয়ার মোদি সরকার। ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছিলেন, দক্ষিণ এশিয়ার ইসরায়েল হলো ইন্ডিয়া। তাঁর এই কথাকে আক্ষরিক অর্থে সঠিক প্রমাণ করতে মোদি সরকার যেন বদ্ধপরিকর।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD