Logo

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে ১১ দেশ

profile picture
জনবাণী ডেস্ক
২৬ আগস্ট, ২০২৫, ০৬:০০
45Shares
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে ১১ দেশ
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা সংকটের আট বছর পূর্তিতে বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে পশ্চিমা বিশ্বের ১১ দেশ।

বিজ্ঞাপন

রোহিঙ্গা সংকটের আট বছর পূর্তিতে বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে পশ্চিমা বিশ্বের ১১ দেশ। তারা জানিয়েছে, সংকট মোকাবিলায় বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায় একযোগে কাজ করবে এবং টেকসই সমাধান খুঁজে বের করার প্রচেষ্টা চালিয়ে যাবে।

রবিবার (২৫ আগস্ট) সকালে ঢাকায় ফ্রান্স দূতাবাসের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত যৌথ বিবৃতিতে এ প্রতিশ্রুতি জানায় অস্ট্রেলিয়া, ইতালি, যুক্তরাজ্য, কানাডা, নেদারল্যান্ডস, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, ফ্রান্স, সুইজারল্যান্ড ও ফিনল্যান্ড।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার কারণে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দুর্ভোগ দীর্ঘ সময় ধরে চলছে। বর্তমানে বাংলাদেশে ১১ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে। এ পরিস্থিতিতে মানবিক সহায়তা ও আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের জনগণ ও সরকারের প্রশংসা জানায় দেশগুলো।

রোহিঙ্গাদের নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের জন্য একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল মিয়ানমার অপরিহার্য বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। তবে রাখাইনে নিরাপত্তা পরিস্থিতি অনুকূলে না থাকায় এখনো প্রত্যাবাসনের সময়সীমা নির্ধারণ সম্ভব নয়। এ জন্য সহায়ক পরিবেশ তৈরির পদক্ষেপ দ্রুত নেওয়ার আহ্বান জানায় তারা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

একই সঙ্গে মিয়ানমার সামরিক বাহিনীর সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানিয়ে আটক ব্যক্তিদের মুক্তি ও মানবিক সহায়তা পৌঁছাতে বাধা দূর করার দাবি তোলে দেশগুলো। রোহিঙ্গা শরণার্থীদের আত্মনির্ভরশীলতা বৃদ্ধির ওপরও জোর দেওয়া হয় যৌথ বিবৃতিতে।

আন্তর্জাতিক সম্প্রদায়ের এই ঘোষণা স্পষ্ট করেছে- দীর্ঘমেয়াদি সমাধান না আসা পর্যন্ত তারা বাংলাদেশের পাশে থাকবে এবং স্থানীয় জনগণসহ বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সহায়তায় কার্যক্রম চালিয়ে যাবে।

বিজ্ঞাপন

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD