Logo

ধর্মীয় সম্প্রীতি নষ্টের অপচেষ্টা বরদাশত করা হবে না: প্রেস সচিব

profile picture
জনবাণী ডেস্ক
২৮ আগস্ট, ২০২৫, ২৪:১৫
98Shares
ধর্মীয় সম্প্রীতি নষ্টের অপচেষ্টা বরদাশত করা হবে না: প্রেস সচিব
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশে কোনো অজুহাত সৃষ্টি করে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশে কোনো অজুহাত সৃষ্টি করে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

বুধবার (২৭ আগস্ট) সকালে রাজধানীর খিলক্ষেত এলাকায় তিনটি মসজিদ ও একটি মন্দিরের জন্য জমির বরাদ্দপত্র হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রেস সচিব জানান, খিলক্ষেতে রেলওয়ের জমি উদ্ধারের সময় হিন্দু সম্প্রদায়ের একটি মন্দির উচ্ছেদ হয়েছিল। বিষয়টি মর্যাদাপূর্ণ না হওয়ায় পরবর্তীতে রেলপথ মন্ত্রণালয় তাদের নতুন উপাসনালয়ের জন্য জমি বরাদ্দ দিয়েছে। নির্ধারিত মূল্যে এই জমি হস্তান্তর করা হয়েছে।

এছাড়া তিনি আরও বলেন, চট্টগ্রামের চন্দ্রনাথ মন্দির কর্তৃপক্ষের দাবি অনুযায়ী মন্দিরে যাওয়ার সিড়ি সংস্কারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD