Logo

এসবি কর্মকর্তা নিহার রঞ্জনকে ঘিরে সংবাদ ভিত্তিহীন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

profile picture
জনবাণী ডেস্ক
২৮ আগস্ট, ২০২৫, ০২:৫৯
86Shares
এসবি কর্মকর্তা নিহার রঞ্জনকে ঘিরে সংবাদ ভিত্তিহীন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়
ছবি: সংগৃহীত

পুলিশের বিশেষ শাখার (এসবি) কর্মকর্তা নিহার রঞ্জন হাওলাদার সম্পর্কে বিভিন্ন অনলাইন গণমাধ্যমে প্রচারিত তথ্যকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

পুলিশের বিশেষ শাখার (এসবি) কর্মকর্তা নিহার রঞ্জন হাওলাদার সম্পর্কে বিভিন্ন অনলাইন গণমাধ্যমে প্রচারিত তথ্যকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে বুধবার (২৭ আগস্ট) মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে একটি প্রতিবাদলিপি প্রকাশ করা হয়।

মঙ্গলবার (২৬ আগস্ট) কিছু গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়- সাত লাখ টাকার ঋণ শোধ না করায় নিহার রঞ্জনের পদাবনতি ঘটেছে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানায়, এ তথ্য সম্পূর্ণ মিথ্যা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রতিবাদলিপিতে বলা হয়, ঋণ পরিশোধের কারণে তার পদ কেড়ে নেওয়া হয়নি। বরং চাকরিজীবনে শৃঙ্খলাভঙ্গ ও বিভিন্ন অনিয়মের কারণে তার বিরুদ্ধে তিনটি পৃথক বিভাগীয় মামলা দায়ের হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

এর মধ্যে একটি মামলায় ২১ আগস্ট জারি করা প্রজ্ঞাপনে তাকে তিরস্কার দণ্ড দেওয়া হয়। ২০২৩ সালের ২২ জুন আরেক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে তিন বছরের জন্য নিম্নপদে অবনমিতকরণ গুরুদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ২০২৪ সালের ৮ ডিসেম্বরের প্রজ্ঞাপনে এক বছরের জন্য বেতন গ্রেডে অবনমিতকরণ এবং ভবিষ্যতে বেতন সমন্বয় না করার নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব তথ্যই প্রমাণ করে যে কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিভ্রান্তিকর ও বাস্তবতাবহির্ভূত। এ অবস্থায় সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে মন্ত্রণালয়ের পাঠানো প্রতিবাদলিপি অবিকল প্রকাশ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD