Logo

ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন পেয়েছে ৩৭ প্রতিষ্ঠান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১৭:৫৬
6Shares
ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন পেয়েছে ৩৭ প্রতিষ্ঠান
ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এ বছর মোট ৩৭টি প্রতিষ্ঠানকে এ অনুমোদন দেওয়া হয়েছে।

প্রতিটি প্রতিষ্ঠানকে ২০ থেকে ৫০ টন পর্যন্ত ইলিশ রপ্তানির সুযোগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে এ অনুমোদন দেওয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর মোট ১ হাজার ২০০ টন ইলিশ রপ্তানি করা হবে ভারতে। এর আগে গত ৮ সেপ্টেম্বর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

তুলনামূলকভাবে দেখা যায়, গত বছর প্রথমে ৩ হাজার টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হলেও পরে সেটি কমিয়ে ২ হাজার ৪২০ টনে আনা হয়। এবার সেই পরিমাণ অর্ধেকে নামিয়ে আনা হয়েছে।

বিজ্ঞাপন

বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলোকে আগামী ৫ অক্টোবরের মধ্যে রপ্তানি সম্পন্ন করতে হবে। শুল্ক কর্তৃপক্ষ প্রতিটি চালান যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করবে। নির্ধারিত পরিমাণের বেশি রপ্তানি করা যাবে না এবং এ অনুমোদনপত্র হস্তান্তরযোগ্য নয়। পাশাপাশি, প্রয়োজনে সরকার যেকোনো সময় রপ্তানির অনুমোদন বাতিল করতে পারবে।

ইলিশ রপ্তানির অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- খুলনার আরিফ সি ফুডস, বিশ্বাস এন্টারপ্রাইজ, লোকজ ফ্যাশন ও মাশফি অ্যান্ড ব্রাদার্স; চট্টগ্রামের জেএস এন্টারপ্রাইস ও আনরাজ ফিশ প্রোডাক্টস; যশোরের লাকী এন্টারপ্রাইজ, এমইউ সি ফুডস, লাকী ট্রেডিং, রহমান ইমপেক্স ফিস এক্সপোর্ট, মোহাতাব অ্যান্ড সন্স, জনতা ফিস, বিশ্বাস ট্রেডার্স ও কেবি এন্টারপ্রাইজ।

বিজ্ঞাপন

এছাড়া ঢাকার ভিজিল্যান্ড এক্সপ্রেস, স্বর্ণালী এন্টারপ্রাইজ, মাজেস্টিক এন্টারপ্রাইজ ও বিডিএস করপোরেশন; বরিশালের মাহিমা এন্টারপ্রাইজ, নাহিয়ান এন্টারপ্রাইজ, এ আর এন্টারপ্রাইজ ও তানিসা এন্টারপ্রাইজ; পাবনার নোমান এন্টারপ্রাইজ, রুপালী ট্রেডিং করপোরেশন, সেভেন স্টার ফিস প্রসেসিং কোং, ন্যাশনাল অ্যাগ্রো ফিশারিজ, আরফি ট্রেডিং করপোরেশন, জারিফ ট্রেডিং করপোরেশন, জারিন এন্টারপ্রাইজ, ফারিয়া ইন্টারন্যাশনাল ও সততা ফিস; ভোলার রাফিদ এন্টারপ্রাইজ এবং সাতক্ষীরার মা এন্টারপ্রাইজ ও সুমন ট্রেডার্স।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিবছর দুর্গাপূজাকে সামনে রেখে সীমিত আকারে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়। এ পদক্ষেপকে দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবেই দেখা হয়ে থাকে।

বিজ্ঞাপন

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD