চীনা ভিসা কার্যক্রম ৮ দিন বন্ধ থাকবে

ঢাকায় চীনের ভিসা অফিস আগামী ১ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে।
এটি চীনের জাতীয় দিবসসহ অন্যান্য ছুটির কারণে সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকায় চীন দূতাবাসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯ অক্টোবর থেকে ভিসা অফিস পুনরায় খোলা হবে।
বিজ্ঞাপন
তবে নিয়মিত কর্মদিবস হিসেবে আগামী ২৬ সেপ্টেম্বর এবং ১০ অক্টোবর অফিস যথারীতি খোলা থাকবে।
দূতাবাস জানিয়েছে, এই সময়ের মধ্যে ভিসা সংক্রান্ত কোনো কার্যক্রম সম্পন্ন হবে না, তাই আবেদনকারীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আগেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। চীনের জাতীয় দিবসসহ অন্যান্য ছুটিতে বন্ধ থাকবে দূতাবাসের ভিসা কার্যক্রম।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন