স্বাস্থ্য উপদেষ্টার চিকিৎসা নিয়ে যা বললেন আসিফ মাহমুদ

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ক্যানসারে আক্রান্ত হওয়ায় অনেক দিন ধরেই সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন। বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার যতদূর জানা, নূরজাহান আপা অনেক আগে থেকেই সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন। আজ নতুন করে কিছু নয়, তিনি নিয়মিত চিকিৎসার ধারাবাহিকতায় যাচ্ছেন। এটি আসলে সম্পূর্ণ মানবিক একটি বিষয়।”
তিনি আরও বলেন, “যে কেউ যদি ক্যানসারে আক্রান্ত হন, উপদেষ্টা হওয়ার পর চিকিৎসার স্থান পরিবর্তন করা সম্ভব নয়। চিকিৎসার ধারাবাহিকতা ভেঙে অন্য হাসপাতালে গেলে জটিলতা তৈরি হতে পারে। তাই এটিকে রাজনৈতিক দৃষ্টিতে না দেখে মানবিকভাবে দেখা উচিত।”
বিজ্ঞাপন
দেশের স্বাস্থ্য খাত নিয়ে নিজের মতামত জানাতে গিয়ে আসিফ মাহমুদ বলেন, “আমাদের দায়িত্ব হলো স্বাস্থ্য ব্যবস্থাকে এমনভাবে গড়ে তোলা, যাতে মানুষ দুরারোগ্য রোগের চিকিৎসা দেশের ভেতরেই পায়। এ জন্য আমরা কাজ করছি।”
আরও পড়ুন: চীনা ভিসা কার্যক্রম ৮ দিন বন্ধ থাকবে
তিনি জানান, “বর্তমান অন্তর্বর্তী সরকার স্বাস্থ্যখাতের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। একসময় আমরা চিকিৎসার জন্য একটি দেশের ওপর নির্ভরশীল ছিলাম। এখন সেই অবস্থা পাল্টে যাচ্ছে। ইতোমধ্যে চীনের সহযোগিতায় কয়েকটি আধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব বাস্তবায়িত হলে আমরা স্বাস্থ্যসেবায় আত্মনির্ভরশীল হতে পারব।”
বিজ্ঞাপন
উল্লেখ্য, সোমবার দিবাগত রাতে চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি আগামী ১৭ সেপ্টেম্বর দিবাগত রাতে দেশে ফেরার কথা রয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন