Logo

চট্টগ্রামের শিপইয়ার্ডে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৮ শ্রমিক

profile picture
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম
১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:৫৭
51Shares
চট্টগ্রামের শিপইয়ার্ডে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৮ শ্রমিক
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপইয়ার্ডে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আগুনে দগ্ধ হয়েছেন অন্তত আটজন শ্রমিক। গুরুতর অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বারআউলিয়া এলাকার জিরি সুবেদার শিপ রিসাইক্লিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারপাশে আতঙ্কের সৃষ্টি হয়।

দগ্ধ শ্রমিকরা হলেন- দুলাল হোসেন, হাফিজুর রহমান, আনোয়ার হোসেন, মুক্তার শেখ, সহিদুর রহমান, মো. ফারুক, দুলাল হোসেন ও হানিফ আলী। তাদের মধ্যে দুজনের শরীরের প্রায় ২৫-৩০ শতাংশ পুড়ে গেছে এবং পাঁচজনের শরীরের প্রায় ১০ শতাংশ দগ্ধ হয়েছে।

বিজ্ঞাপন

চট্টগ্রাম শিল্প পুলিশের এসপি আবদুল্লাহ আল মাহমুদ জানান, একটি জাহাজ কাটার সময় আগুনের ফুলকি কাছাকাছি থাকা তেলের ট্যাংকে গিয়ে পড়লে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ধরে যায় এবং ঘটনাস্থলে থাকা শ্রমিকরা দগ্ধ হন।

তিনি আরও বলেন, গুরুতর আহত দুজনকে দ্রুত নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। বাকি শ্রমিকদেরও চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় শিপইয়ার্ডে কাজ করা শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুর্ঘটনার পর তদন্ত শুরু করেছে শিল্প পুলিশ।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD