Logo

২০২৬ সালের বইমেলা শুরু হবে ১৭ ডিসেম্বর

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:৪৫
61Shares
২০২৬ সালের বইমেলা শুরু হবে ১৭ ডিসেম্বর
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানকে সামনে রেখে ভিন্ন সময়ে আয়োজন করা হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬। বাংলা একাডেমি চলতি বছরেই মেলার আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৭ ডিসেম্বর ২০২৫ থেকে শুরু হয়ে ১৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে অমর একুশে বইমেলা।

বিজ্ঞাপন

বাংলা একাডেমির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার বিকেলে একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত সভায় মেলার তারিখ চূড়ান্ত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। এ সময় বাংলা একাডেমির মহাপরিচালক, সচিব, পরিচালকবৃন্দ এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সভায় আলোচনায় উঠে আসে যে, আগামী বছরের শুরুতে জাতীয় নির্বাচন ও রমজান মাসের কারণে প্রচলিত সময়সূচিতে বইমেলা আয়োজন করা সম্ভব নয়। এ পরিস্থিতি বিবেচনায় ডিসেম্বর মাসে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD