অতিরিক্ত চাপ সামলাতে ২ রুটে যোগ হচ্ছে ৪ জোড়া বিশেষ ট্রেন

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অতিরিক্ত যাত্রীদের চাপ সামলাতে বাংলাদেশ রেলওয়ে বিশেষ ট্রেন চালুর ঘোষণা দিয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে মোট ৪ জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন।
বিজ্ঞাপন
রেলওয়ে সূত্রে জানা গেছে, এর মধ্যে ৩ জোড়া বিশেষ ট্রেন ঢাকা-কক্সবাজার রুটে এবং ১ জোড়া ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করবে। প্রতিটি ট্রেনে ১৮টি করে বগি থাকবে। দিনের বেলায় ৮৩৪ জন এবং রাতে ৭৮৯ জন যাত্রী ভ্রমণের সুযোগ পাবেন।
ভাড়া নির্ধারণ করা হয়েছে সুবর্ণ, সোনার বাংলা ও কক্সবাজার এক্সপ্রেসের সমপরিমাণ। তবে এসি আসনের ক্ষেত্রে ৩০ শতাংশ এবং নন-এসি আসনের ক্ষেত্রে ২০ শতাংশ অতিরিক্ত ভাড়া দিতে হবে।
বিজ্ঞাপন
ট্রেনের সময়সূচি
৩০ সেপ্টেম্বর: চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে বিশেষ ট্রেন দুপুর ২টা ৪৫ মিনিটে ছেড়ে রাত ৮টায় ঢাকায় পৌঁছাবে। একই দিনে রাত ১০টা ৩০ মিনিটে ঢাকা থেকে কক্সবাজারগামী ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০২’ ছাড়বে।
১ অক্টোবর: সকাল ১১টা ৩০ মিনিটে কক্সবাজার থেকে ঢাকা আসবে ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০১’। একই দিন রাতে আবারও ঢাকা থেকে কক্সবাজার যাবে ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০২’।
বিজ্ঞাপন
আরও পড়ুন: কবে থেকে টানা ছুটি শুরু হবে?
৩ অক্টোবর: সকাল ১১টা ৩০ মিনিটে কক্সবাজার থেকে ঢাকা রওনা হবে ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০১’। রাত ১০টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০২’।
৪ অক্টোবর: সকাল ১১টা ৩০ মিনিটে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে আসবে ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০১’। একই রাতে ঢাকা থেকে ছেড়ে যাবে ‘চট্টগ্রাম স্পেশাল’, যা ভোর ৪টা ৩০ মিনিটে চট্টগ্রামে পৌঁছাবে।
বিজ্ঞাপন
রেলওয়ে পূর্বাঞ্চলের ডেপুটি চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট তারেক মুহাম্মদ ইমরান জানান, অতিরিক্ত যাত্রী চাহিদা মেটাতে বিশেষ ট্রেন চালানো হচ্ছে। যাত্রীদের নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।