Logo

২৪ সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ সেপ্টেম্বর, ২০২৫, ১৪:০৬
15Shares
২৪ সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

আসন্ন পূজা উপলক্ষ্যে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বিজ্ঞাপন

রোববার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা জানান, এবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে ৮০ হাজার স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হবে। পূজা ধর্মীয় পবিত্র অনুষ্ঠান হওয়ায় সকলের সতর্ক থাকা প্রয়োজন।

তিনি বলেন, বিভিন্ন রুটে দেশে মাদক প্রবেশ করছে, তবে এর পরিবর্তে চাল, সার ও ওষুধও প্রবাহিত হচ্ছে। শুধু কক্সবাজার ও চট্টগ্রাম রুটেই নয়, বরিশাল ও বরগুনার সমুদ্র নিকটবর্তী নৌ রুটেও চাল ও সার প্রবাহিত হচ্ছে।

বিজ্ঞাপন

উপদেষ্টা আরও বলেন, আরাকান আর্মিরা মাদকের ওপর ভিত্তি করে বেঁচে আছে। বর্তমানে মাদক প্রচুর পরিমাণে ধরা পড়ছে, যার ফলে মাদকের দামও বেড়ে গেছে।

তিনি দেশের কৃষকদের অবস্থা উল্লেখ করে বলেন, সারাদেশে আলুর দাম ন্যায্য পর্যায়ে পৌঁছাচ্ছে না। কৃষকরা যদি ন্যায্য মূল্য না পান, তাহলে ভবিষ্যতে আলু চাষ কমিয়ে দিলে আলুর দাম বাড়বে।

বিজ্ঞাপন

উপদেষ্টা আরও জানান, এবার প্রতিমা ভাঙার সংখ্যা অনেক কম। যারা প্রতিমা ভাঙেছেন, তাদের সিসিটিভি ক্যামেরার মাধ্যমে শনাক্ত করা হচ্ছে।

শেষে তিনি পুনরায় বলেন, আগামী ২৪ সেপ্টেম্বর থেকে পূজা উপলক্ষে মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্বে থাকবে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD