Logo

বাংলাদেশের ওপর আমিরাতের ভিসা নিষেধাজ্ঞার খবর ভুয়া: প্রেস উইং

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫১
8Shares
বাংলাদেশের ওপর আমিরাতের ভিসা নিষেধাজ্ঞার খবর ভুয়া: প্রেস উইং
ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার কয়েকটি দেশের ওপর সংযুক্ত আরব আমিরাত ভিসা নিষেধাজ্ঞা বাড়িয়েছে—সম্প্রতি এমন একটি খবর প্রকাশিত হলেও সেটিকে ভুয়া বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বিজ্ঞাপন

শনিবার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে প্রেস উইং তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানায়, বিভিন্ন গণমাধ্যমে ছড়ানো প্রতিবেদনগুলো আসলে একটি বেসরকারি ভিসা প্রক্রিয়াকরণ ওয়েবসাইট ইউএইভিসা অনলাইন-এর ভুল তথ্যের ভিত্তিতে তৈরি। ওই সাইটে দাবি করা হয়েছিল, একটি অভিবাসন সার্কুলারের মাধ্যমে বাংলাদেশসহ নয়টি দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ জানিয়েছেন, আমিরাত সরকারের কাছ থেকে এরকম কোনো নির্দেশনা বা বিজ্ঞপ্তি দূতাবাসে আসেনি। তিনি বলেন, সরকারি ছুটি থাকায় দূতাবাস ২২ সেপ্টেম্বর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবে এবং আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হবে।

রাষ্ট্রদূতের মতে, ভিত্তিহীন এই তথ্য ছড়ানোর পেছনে সংশ্লিষ্ট ওয়েবসাইটটির উদ্দেশ্য হতে পারে দুরভিসন্ধিমূলক।

বিজ্ঞাপন

প্রেস উইং আরও জানায়, যাচাই না করে খবর প্রকাশের কারণে জনগণের মধ্যে অযথা বিভ্রান্তি তৈরি হয়েছে, যা সম্পূর্ণ অনভিপ্রেত।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD