Logo

বিমানবন্দরে আটকে দেওয়া হলো সোহেল তাজকে

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ সেপ্টেম্বর, ২০২৫, ২০:৩৩
57Shares
বিমানবন্দরে আটকে দেওয়া হলো সোহেল তাজকে
সোহেল তাজ | ফাইল ছবি

স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটে ওঠার সময় তাকে থামিয়ে দেওয়া হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন সোহেল তাজের বোন মাহজাবিন আহমদ মিমি।

তিনি জানান, তার ভাইয়ের বিদেশ যাত্রায় বাধা দেওয়া হয়েছে। তবে কেন এই বাধা সৃষ্টি করা হলো সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। কবে এ ঘটনা ঘটেছে জানতে চাইলে তিনি বলেন, সম্ভবত বুধবার এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

অন্যদিকে, বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, সোহেল তাজের বিরুদ্ধে ‘ভ্রমণরোধ’ জারি থাকায় তিনি দেশ ছাড়তে পারেননি।

২০০১ সালে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ। ২০০৮ সালে পুনরায় নির্বাচিত হয়ে ২০০৯ সালের জানুয়ারিতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তবে কয়েক মাস পর ব্যক্তিগত কারণ দেখিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি। পরবর্তীতে ২০১২ সালে সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন।

বিজ্ঞাপন

রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সময় সোহেল তাজ অভিযোগ করেছিলেন, তার কাজে বারবার বাধা দেওয়া হচ্ছে এবং নির্দেশনা অমান্য করা হচ্ছে। এসব কারণেই তিনি রাজনীতি থেকে সরে আসেন। এরপর থেকে তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে আর জড়াননি।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

বিমানবন্দরে আটকে দেওয়া হলো সোহেল তাজকে