Logo

ট্রাম্প দম্পতির সঙ্গে হাস্যোজ্জ্বল প্রধান উপদেষ্টা, পাশে মেয়ে দীনা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২০
32Shares
ট্রাম্প দম্পতির সঙ্গে হাস্যোজ্জ্বল প্রধান উপদেষ্টা, পাশে মেয়ে দীনা
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে তিনি অধিবেশনে ভাষণ দেন।

বিজ্ঞাপন

এর আগে স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেই অনুষ্ঠানে তোলা একটি ছবি শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রকাশ করে।

প্রকাশিত ছবিতে হাস্যোজ্জ্বল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে দেখা যায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে। ছবিতে ইউনূসের পাশে ছিলেন তাঁর মেয়ে দীনা ইউনূস।

বিজ্ঞাপন

প্রেস উইং জানায়, নিউইয়র্কে আয়োজিত ওই সংবর্ধনায় অধ্যাপক ইউনূস ও তাঁর মেয়ের সঙ্গে ট্রাম্প দম্পতির ফটোসেশন হয়। এছাড়া অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

শুধু ট্রাম্পই নন, বিশ্বের নানা দেশের শীর্ষ নেতাদের সঙ্গেও সাক্ষাৎ ও মতবিনিময় করেন ইউনূস। তাঁদের মধ্যে ছিলেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে প্রমুখ।

বিজ্ঞাপন

এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়ায় মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সঙ্গেও বৈঠক করেন।

জাতিসংঘ অধিবেশন ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যস্ত সময় কাটাচ্ছেন অধ্যাপক ইউনূস, যেখানে তিনি বাংলাদেশের পক্ষে বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে মতামত তুলে ধরছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

ট্রাম্প দম্পতির সঙ্গে হাস্যোজ্জ্বল প্রধান উপদেষ্টা, পাশে মেয়ে দীনা