Logo

আজ বিশ্ব পর্যটন দিবস

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪০
24Shares
আজ বিশ্ব পর্যটন দিবস
ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থা নির্ধারিত এ বছরের প্রতিপাদ্য— ‘টেকসই উন্নয়নে পর্যটন’।

বিজ্ঞাপন

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থা নির্ধারিত এ বছরের প্রতিপাদ্য— ‘টেকসই উন্নয়নে পর্যটন’। বিশ্ব পর্যটন দিবস আজ।

উন্নয়ন প্রক্রিয়ায় পর্যটন অনুঘটকের ভূমিকা রাখে। এর মাধ্যমে বিভিন্ন দেশ, সংস্কৃতি ও মানুষের মধ্যে ইতিবাচক মনোভাব গড়ে ওঠে। সৃষ্টি হয় সমঝোতা ও বন্ধুত্ব। যুদ্ধ না থাকাই শুধু শান্তি নয়; বরং সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, অর্থনৈতিক ও পরিবেশগত সহিংসতার অবসান ঘটিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গঠনে পর্যটনের ভূমিকা অপরিসীম।

দিবসটি উপলক্ষ্যে এক বাণীতে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেন, পর্যটন খাতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম সম্ভাবনাময় দেশ। এ শিল্পের বিকাশ নিশ্চিত করতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বিশ্বজুড়ে পর্যটন টেকসই উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে স্বীকৃত। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নেও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পর্যটন শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, পর্যটন শিল্পের বিকাশে একদিকে আমাদের পর্যটন অঞ্চলগুলোর উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে, অন্যদিকে স্থানীয় ঐতিহ্য, সংস্কৃতি ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। এ প্রেক্ষাপটে জাতিসংঘের ঘোষিত প্রতিপাদ্য— ‘টেকসই উন্নয়নে পর্যটন’ যথার্থ ও তাৎপর্যপূর্ণ হয়েছে।

বিজ্ঞাপন

বিশ্বব্যাপী পর্যটনের প্রসার ও প্রচারে ১৯৮০ সাল থেকে জাতিসংঘের পর্যটন সংস্থা ঘোষিত এ দিবসটি সব সদস্য দেশেই যথাযথ মর্যাদায় উদযাপন হয়ে আসছে।

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদ্যাপনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সংশ্লিষ্ট দপ্তর-সংস্থা, ট্যুরিস্ট পুলিশ এবং অন্যান্য সরকারি-বেসরকারি সংগঠন বিস্তারিত কর্মসূচি নিয়েছে।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী, দেশে বিদেশি নাগরিক আগমনের সংখ্যা ছিল— ২০১৭ সালে ৫ লাখ ৬৬৫ জন, ২০১৮ সালে ৫ লাখ ৫২ হাজার ৭৩০ জন, ২০১৯ সালে সর্বোচ্চ ৬ লাখ ২১ হাজার ১৩১ জন। তবে করোনা মহামারির সময়ে ২০২০ সালে এ সংখ্যা নেমে আসে ১ লাখ ৮১ হাজার ৫১৮ জনে। ২০২১ সালে ছিল ১ লাখ ৩৫ হাজার ১৮৬ জন, ২০২২ সালে দেড় লাখ, আর ২০২৩ সালের আগস্ট পর্যন্ত এসেছে ২ লাখ ১৪ হাজার বিদেশি। গেল বছরের হিসাব এখনো পর্যটন বোর্ডের কাছে আসেনি।

বিজ্ঞাপন

বিশ্ব অর্থনৈতিক ফোরামের ২০২২ সালের ‘ভ্রমণ ও পর্যটন উন্নয়ন সূচক’ অনুযায়ী, বিশ্বের ১১৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৯তম, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD