Logo

বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী জেন গুডঅলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ অক্টোবর, ২০২৫, ১৬:০৭
7Shares
বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী জেন গুডঅলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
ছবি: সংগৃহীত

বিশ্বখ্যাত প্রাইমাটোলজিস্ট ও পরিবেশ সংরক্ষণবিদ ড. জেন গুডঅলের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ অক্টোবর) এক শোকবার্তায় অধ্যাপক ইউনূস বলেন, “আমার প্রিয় বন্ধু ড. জেন গুডঅলের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।” তিনি আরও বলেন, “জীবনের শেষ দিন পর্যন্ত জেন নিরলসভাবে শান্তি, ন্যায়বিচার, টেকসই উন্নয়ন এবং পৃথিবীর সকল প্রাণের পারস্পরিক সম্পর্কের জন্য কাজ করেছেন। প্রকৃতি আজ তার অন্যতম শ্রেষ্ঠ কণ্ঠস্বর হারালো, যা আমাদের হৃদয়ে গভীর শূন্যতা তৈরি করেছে।”

অধ্যাপক ইউনূস স্মরণ করেন, নব্বইয়ের দশকে জেন বাংলাদেশ সফরে এসে গ্রামীণ ব্যাংকের নারীদের ক্ষমতায়নের কার্যক্রম পরিদর্শন করেছিলেন। পরে আফ্রিকা ও বিশ্বের বিভিন্ন স্থানে তার গবেষণার সঙ্গে সেই নীতিকে অন্তর্ভুক্ত করেছিলেন। “তিনি আমাদের দেশের এক ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং সবসময় আমাকে অনুপ্রাণিত করেছেন,” বলেন অধ্যাপক ইউনূস।

বিজ্ঞাপন

আরও পড়ুন: বিজয়া দশমী আজ

জুন ২০২৫-এ অনুষ্ঠিত সামাজিক ব্যবসা দিবসের সম্মেলনেও জেন গুডঅল বাংলাদেশ ও তাদের কর্মকাণ্ডের প্রশংসা করেছিলেন। অধ্যাপক ইউনূস বলেন, “তার সমর্থন ও অনুপ্রেরণার জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকব। জেন শুধু আমাকে নয়, পুরো পৃথিবীর কোটি মানুষকে অনুপ্রাণিত করেছেন।”

জেন গুডঅল শিম্পাঞ্জি নিয়ে যুগান্তকারী গবেষণার জন্য বিশ্বজুড়ে খ্যাত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD