ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা

চাকরিতে পুনর্বহালসহ ছয় দফা দাবিতে চট্টগ্রামের ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকার পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা। এর ফলে শনিবার (৪ অক্টোবর) দুপুর থেকে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিজ্ঞাপন
বেলা সাড়ে ১১টার দিকে শতাধিক কর্মকর্তা মানববন্ধন কর্মসূচি পালন শুরু করেন। পরে পৌনে ১২টার দিকে তারা সড়কে অবস্থান নিয়ে অবরোধের ঘোষণা দেন।
আন্দোলনকারী কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, প্রায় ৪০০ জন কর্মকর্তাকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। পাশাপাশি প্রায় পাঁচ হাজার কর্মকর্তাকে ওএসডি করে নিষ্ক্রিয় রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে তারা আর নীরব থাকতে পারছেন না।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, শান্তিপূর্ণভাবে আন্দোলনের মাধ্যমে নিজেদের দুঃসহ পরিস্থিতি ও ন্যায্য দাবির কথা জনগণ ও সরকারের কাছে পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য।
অবরোধ কর্মসূচিতে ঘোষিত ছয় দফা দাবি হলো-
১. বিনা কারণে চাকরিচ্যুত কর্মকর্তাদের স্বপদে পুনর্বহাল।
বিজ্ঞাপন
২. পরীক্ষাবর্জনের কারণে দেওয়া শাস্তিমূলক বদলি বন্ধ।
৩. বৈষম্যহীন ও রাজনীতিমুক্ত কর্মপরিবেশ নিশ্চিতকরণ।
বিজ্ঞাপন
৪. শর্তযুক্ত সব ধরনের অ্যাসেসমেন্ট টেস্ট বাতিল।
৫. চট্টগ্রামের কর্মকর্তাদের উপর নির্যাতনের তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিত করে পুনরায় কাজে ফেরানো।
৬. পরীক্ষাবর্জনের কারণে দায়ের করা জিডি ও সাইবার ক্রাইমে হয়রানিমূলক মামলা প্রত্যাহার।