Logo

আরও দুই দিনকে জাতীয় দিবস হিসেবে স্বীকৃতি দিচ্ছে সরকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ অক্টোবর, ২০২৫, ১৯:১৭
71Shares
আরও দুই দিনকে জাতীয় দিবস হিসেবে স্বীকৃতি দিচ্ছে সরকার
ছবি: সংগৃহীত

দেশের ইতিহাসে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দুই দিনকে জাতীয় দিবস হিসেবে স্বীকৃতি দিচ্ছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিবছর ৭ অক্টোবর ও ২৫ ফেব্রুয়ারি বিশেষভাবে জাতীয় দিবস হিসেবে উদযাপিত হবে।

বিজ্ঞাপন

সোমবার (৬ অক্টোবর) বিকেলে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় এ তথ্য জানানো হয়।

পোস্টে উল্লেখ করা হয়, শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ঢাকাসহ দেশের সব জেলা শিল্পকলা একাডেমিতে ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। ঢাকায় আয়োজিত প্রদর্শনীতে উপস্থিত থাকবেন আবরার ফাহাদের বাবা।

বিজ্ঞাপন

ঘোষণায় আরও জানানো হয়, সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের বিশিষ্ট ব্যক্তিত্ব ও ঐতিহাসিক ঘটনাগুলোর ওপর ভিত্তি করে একটি বার্ষিক ক্যালেন্ডার তৈরির কাজ চলছে। এতে সাংস্কৃতিক উৎসবের পাশাপাশি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ দিনগুলো অন্তর্ভুক্ত করা হচ্ছে।

এই ধারাবাহিকতায় আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী (৭ অক্টোবর) এবং বিডিআর হত্যাযজ্ঞ দিবস (২৫ ফেব্রুয়ারি)কে জাতীয় দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এর ফলে সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রতিবছর এই দুটি দিন রাষ্ট্রীয়ভাবে পালন করা হবে, যা দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD