Logo

আবরার ফাহাদের স্মৃতিতে উদ্বোধন ‘আগ্রাসনবিরোধী আট স্তম্ভ’

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ অক্টোবর, ২০২৫, ২০:০৯
11Shares
আবরার ফাহাদের স্মৃতিতে উদ্বোধন ‘আগ্রাসনবিরোধী আট স্তম্ভ’
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের স্মৃতিকে অমর করে রাখতে ‘আগ্রাসনবিরোধী আট স্তম্ভ’ উদ্বোধন করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর পলাশী গোলচত্বরে এ স্মৃতিস্তম্ভের উদ্বোধন করা হয়।

২০১৯ সালে আগ্রাসনবিরোধী অবস্থান প্রকাশের কারণে বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যা করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বুয়েট শাখার সদস্যরা। তাঁর স্মৃতি ও দেশপ্রেমের চেতনাকে ধরে রাখতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ‘শহীদ আবরার ফাহাদ স্মৃতি স্মরণে পলাশী গোলচত্বরে আগ্রাসনবিরোধী আট স্তম্ভ নির্মাণ ও ইন্টারসেকশন উন্নয়ন’ প্রকল্পের আওতায় এই স্থাপনাটি নির্মাণ করেছে।

বিজ্ঞাপন

আটটি স্তম্ভের প্রতিটি দেশের মৌলিক চেতনাকে তুলে ধরে। সেগুলো হলো- সার্বভৌমত্ব, গণতন্ত্র, গণপ্রতিরক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি, অর্থনৈতিক স্বনির্ভরতা, দেশীয় সম্পদ রক্ষা, সাংস্কৃতিক স্বাধীনতা ও মানবিক মর্যাদা।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “আট স্তম্ভের অবয়বের চেয়ে, তাতে লিখে রাখা মূল্যবোধগুলোই বেশি গুরুত্বপূর্ণ। এই চেতনার বাস্তবায়নের মধ্য দিয়েই প্রকৃত স্বাধীনতা অর্জিত হবে।”

তিনি আরও জানান, “মাত্র ৩৯ লাখ ৫৯ হাজার টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পটি ফ্যাসিবাদবিরোধী শক্তির সাংস্কৃতিক প্রতিরোধের প্রতীক।”

বিজ্ঞাপন

স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী জানান, সরকার আবরার ফাহাদের আদর্শ ও স্মৃতিকে ঘরে ঘরে ছড়িয়ে দিতে উদ্যোগ নেবে।

ডিএসসিসি প্রশাসক শাহজাহান মিয়া বলেন, “আবরার ফাহাদ শুধু একজন ব্যক্তি নয়, তিনি একটি চেতনা, একটি আদর্শ। ২০১৯ সালে তিনি যে বীজ বপন করেছিলেন, তা আজ এক মহীরুহে পরিণত হয়েছে।”

বিজ্ঞাপন

উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম, বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, শহীদ আবরারের পিতা বরকত উল্লাহ ও ভাই আবরার ফাইয়াজ প্রমুখ।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD