Logo

‘জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে’

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ অক্টোবর, ২০২৫, ১৩:৫৪
13Shares
‘জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে’
ছবি: সংগৃহীত

জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদের পঞ্চম দফার অঙ্গীকারনামায় জরুরি সংশোধন তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। যা চূড়ান্ত সনদে থাকবে। যেখানে স্বীকৃতি, মর্যাদা এবং সুরক্ষা থাকবে। এসব বিষয়ে কমিশন এবং দলগুলোর কোনো পার্থক্য নেই।’

বিজ্ঞাপন

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চে এসে এসব কথা বলেন তিনি।

উপস্থিত জুলাই যোদ্ধাদের উদ্দেশে আলী রীয়াজ বলেন, ‘আপনাদের সঙ্গে এভাবে দেখা করতে হচ্ছে, তার জন্য আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।

বিজ্ঞাপন

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি বলেন, ‘কমিশন ৩১ অক্টোবরে পর্যন্ত বহাল রয়েছে। আজকের দিনই শেষ কথা নয়। সরকারের ব্যবস্থার দিকে নজর রাখব।’ এসময় বিকেলে সনদ স্বাক্ষর অনুষ্ঠান হবে উল্লেখ করে আন্দোলনরত জুলাই যোদ্ধাদের চলে যাওয়ার জন্য আহ্বান জানান আলী রীয়াজ।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD