Logo

মঞ্চের সামনে থেকে জুলাই যোদ্ধাদের সরে যাওয়ার আহ্বান ডিএমপি কমিশনারের

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ অক্টোবর, ২০২৫, ১৩:৫৫
16Shares
মঞ্চের সামনে থেকে জুলাই যোদ্ধাদের সরে যাওয়ার আহ্বান ডিএমপি কমিশনারের
ছবি: সংগৃহীত

‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে থেকে আন্দোলনরত জুলাই যোদ্ধাদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি সতর্ক করে বলেন, আহ্বানে সাড়া না দিলে বলপ্রয়োগ করা হবে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে তিন দফা দাবিতে সংসদ ভবনের ফটক টপকে মঞ্চের সামনে অবস্থান নেন জুলাই যোদ্ধারা। একপর্যায়ে তারা ভেতরে ঢুকে সাজানো চেয়ারগুলো দখল করে বসে পড়েন। এ সময় মাইক হাতে নিয়ে শান্ত থাকার অনুরোধ জানান একজন প্রতিনিধি। পরে ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

প্রসঙ্গত, আজ ‘জুলাই সনদ’-এ স্বাক্ষর করার কথা রয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের। তবে এনসিপি ও চারটি বাম দল অনুষ্ঠানটিতে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে।

বিজ্ঞাপন

এনসিপির দাবি, আইনি ভিত্তি ও সরকারি নিশ্চয়তা ছাড়া এই সনদে স্বাক্ষর অর্থহীন। অন্যদিকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাসদ, বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদ জানিয়েছে—সংবিধানের চার মূলনীতি উল্লেখ না থাকায় তারা সনদে সই করবেন না।

অন্যদিকে ঐকমত্য কমিশন আশাবাদ ব্যক্ত করেছে, সব দলই শেষ পর্যন্ত জুলাই সনদে সই করবে। কমিশনের মেয়াদ শেষ (৩১ অক্টোবর) হওয়ার আগেই সনদ বাস্তবায়নের পূর্ণাঙ্গ সুপারিশ অন্তর্বর্তী সরকারের কাছে পেশ করা হবে বলে জানিয়েছে তারা।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD