Logo

জুলাই সনদের মধ্য দিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার প্রত্যাশা আলী রীয়াজের

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ অক্টোবর, ২০২৫, ১৭:৩৩
24Shares
জুলাই সনদের মধ্য দিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার প্রত্যাশা আলী রীয়াজের
ছবি: সংগৃহীত

জাতীয় ঐক্যমত কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘আশা করছি জুলাই সনদের মাধ্যমে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার ভিত্তিক বাংলার গড়ার যাত্রা অব্যাহত থাকবে।’

বিজ্ঞাপন

শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যাঁরা প্রাণ দিয়েছেন বা আহত হয়েছেন, তাঁদের অবদানেই এই সনদ রচিত হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘দীর্ঘদিনের রাষ্ট্রীয় সংস্কারের যে আকাঙ্ক্ষা, তার বাস্তবায়ন ছিলো জুলাই অভ্যুত্থান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে শুরু হওয়া সেই অভ্যুত্থান এক দফায় রূপ নেয়, যার প্রতীক হলো এই জুলাই সনদ।’

‘জুলাই সনদ’ দিয়ে ভবিষ্যত বাংলাদেশের পথ তৈরি হবে জানিয়ে জাতীয় ঐক্যমত কমিশনের এই সহ-সভাপতি বলেন, আমাদের রাজনৈতিক মত ও পথের পার্থক্য থাকবে। কিন্তু আমাদের এক জায়গায় এসে মিলতে হবে। যেকোনো স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে। তারই প্রথম পদক্ষেপ এই জুলাই সনদ।

তিনি আরও বলেন, এর মাধ্যমেই আমরা সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের ভিত্তিতে একটি রাষ্ট্র তৈরি করতে পারব।

বিজ্ঞাপন

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD