Logo

সরানো হচ্ছে উড্ডয়নের অপেক্ষায় থাকা বিমানগুলো

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর, ২০২৫, ১৫:৩৯
9Shares
সরানো হচ্ছে উড্ডয়নের অপেক্ষায় থাকা বিমানগুলো
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় হ্যাঙ্গারে থাকা বিমানগুলো আগুন থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হচ্ছে। বিমানগুলোকে আগুনের উৎস থেকে দূরে সরানোর কাজ শুরু হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরিস্থিতির তীব্রতা বৃদ্ধি পাওয়ায় রাজধানীর অন্যান্য ফায়ার স্টেশন থেকে আরও ১৬টি ইউনিট পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর এলাকা ধোঁয়ায় ছেয়ে যায়। বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, এবং বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিটগুলো দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, আগুনের উৎস শনাক্তকরণের পাশাপাশি আশপাশের এলাকা নিরাপদে রাখা হয়েছে। এখন পর্যন্ত কেউ আহত হয়নি।

বিজ্ঞাপন

বিমানবন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন, যাত্রীদের জন্য কার্যক্রমে ব্যাঘাত না ঘটানোর জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগুন মূলত কার্গো ভিলেজে সীমিত থাকায় যাত্রী টার্মিনালে প্রভাব পড়েনি। তবে সাময়িকভাবে বিমান ওঠানামা বন্ধ রাখা হয়েছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD