বিমানবন্দরে আগুন, ফায়ার ফাইটারসহ আহত বেশ কয়েকজন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বিজ্ঞাপন
শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। তৎক্ষণাৎ ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমান বাহিনী ও সিভিল এভিয়েশন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে আরও ৩৬টি ফায়ার ইউনিট যোগ দেয়া হয়।
অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র দুই প্লাটুনও মোতায়ন করা হয়েছে। কাজ করার সময় ফায়ার সার্ভিসের সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
আগুনের তীব্রতার কারণে বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। কিছু ফ্লাইট সিলেট, চট্টগ্রাম ও কলকাতায় অবতরণ করেছে। সম্ভাব্য ক্ষতি এড়াতে হ্যাঙ্গারে থাকা বিমানগুলো আগুনের উৎস থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ৮ নম্বর গেইটের কাছে স্কাই ক্যাপিটাল অফিস ও ইম্পোর্ট কার্গো এলাকায় আগুন লাগেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত নয়। কর্তৃপক্ষ যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন এবং অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের পরই ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে।