Logo

অগ্নি দুর্ঘটনায় তদন্ত সক্ষমতা বাড়াতে সহায়তার আশ্বাস ইতালির

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর, ২০২৫, ১৬:২৩
14Shares
অগ্নি দুর্ঘটনায় তদন্ত সক্ষমতা বাড়াতে সহায়তার আশ্বাস ইতালির
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে রোমে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে অগ্নি দুর্ঘটনা তদন্তের সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন নিরাপত্তা ও অভিবাসন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৮ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এবং ইতালির পক্ষে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মাতিও পিয়ানতিদোসি।

আলোচনায় অগ্নি দুর্ঘটনা নিয়ন্ত্রণ, প্রযুক্তিগত সহায়তা, প্রশিক্ষণ, অনিয়মিত অভিবাসন, মানব পাচার, অর্থ পাচার এবং আর্থিক অপরাধ প্রতিরোধসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত ছিল। উভয় দেশ অভিবাসন ব্যবস্থাপনা ও পাচার প্রতিরোধে যৌথ নিরাপত্তা সংলাপ, গোয়েন্দা তথ্য বিনিময় এবং আইন প্রয়োগকারী সংস্থার যৌথ অভিযান চালানোর বিষয়ে সম্মত হয়েছে।

বিজ্ঞাপন

মানব পাচার মোকাবিলায় যৌথ টাস্ক-ফোর্স গঠন, ভুক্তভোগীদের পুনর্বাসন এবং বৈধ অভিবাসন সম্প্রসারণেও গুরুত্বারোপ করা হয়েছে। এছাড়া আর্থিক অপরাধ প্রতিরোধে আইনি সহায়তা চুক্তি ও প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরের প্রস্তাব আনা হয়েছে।

বিশেষ করে, ইতালি বাংলাদেশের অগ্নি দুর্ঘটনায় তদন্ত সক্ষমতা বাড়াতে প্রযুক্তিগত সহায়তা এবং প্রশিক্ষণ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠককে ভবিষ্যৎ সহযোগিতা ও অংশীদারিত্বের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD