শাহজালালের আগুন অনেকটা নিয়ন্ত্রণে: বেবিচক

সবার সম্মিলিত প্রচেষ্টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বিজ্ঞাপন
শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, “সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।”
বিজ্ঞাপন
তবে বিজ্ঞপ্তি পাঠানোর সময়ও কার্গো ভিলেজের উত্তর পাশের দ্বিতীয় তলায় দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। সেখানে ফায়ার সার্ভিসের অন্তত ছয়টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছিল।
বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, বিমানবন্দরের নিয়মিত কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগুন মূলত কার্গো ভিলেজ এলাকায় সীমাবদ্ধ থাকলেও নিরাপত্তার কারণে বিমান ওঠানামা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে, শনিবার দুপুর ২টা ১৫ মিনিটের দিকে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রথমে ফায়ার সার্ভিস ও বিমানবাহিনীর দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে একে একে আরও ইউনিট যোগ দেয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট কাজ করছে।