হংকং থেকে ছেড়ে আাসা বিমান আকাশে চক্কর দিচ্ছে

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে আন্তর্জাতিক ফ্লাইটগুলো ব্যাহত হচ্ছে। বিশেষ করে হংকং থেকে আসা ক্যাথে প্যাসিফিকের বিমান অবতরণ করতে না পেরে আকাশে চক্কর দিচ্ছে।
বিজ্ঞাপন
বিমানবন্দর সূত্রে জানা গেছে, ঢাকার কার্গো ভিলেজে আগুনের কারণে নিরাপত্তাজনিত কারণে ঢাকা ফ্লাইটগুলো বিকল্প রুটে পরিচালিত হচ্ছে। ইতোমধ্যে চট্টগ্রাম ও কলকাতায় একাধিক ফ্লাইট অবতরণ করেছে।
ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিক এয়ারের ওডি–১৬৩ ফ্লাইট এবং ঢাকা থেকে মুম্বাইগামী ইন্ডিগোর ৬ই–১১১৬ ফ্লাইট ট্যাক্সিওয়েতে আটকা পড়েছে। ব্যাংকক থেকে ঢাকায় আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে। দিল্লি থেকে ঢাকা আসা ইন্ডিগোর ফ্লাইট কলকাতায় অবতরণ করেছে। এ ছাড়া শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৈয়দপুর থেকে ঢাকাগামী ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে। একইভাবে ইউএস–বাংলা এয়ারলাইন্সের চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ফ্লাইটও উড্ডয়নের পর পুনরায় চট্টগ্রামে ফিরে গেছে।
বিজ্ঞাপন
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। কার্গো ভিলেজের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে স্বাভাবিক ফ্লাইট চলাচল পুনরায় শুরু হবে।