Logo

ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিলের খবর ভিত্তিহীন: পররাষ্ট্র উপদেষ্টা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ অক্টোবর, ২০২৫, ১৮:৪২
10Shares
ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিলের খবর ভিত্তিহীন: পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন । ফাইল ছবি

ভারতের সঙ্গে ১০টি চুক্তি বাতিলের যে তালিকা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, সেটি ভিত্তিহীন ও ভুল তথ্য বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

তিনি বলেন, “যে তালিকাটি সামাজিক যোগাযোগমাধ্যমে এসেছে, সম্ভবত একজন উপদেষ্টা তা প্রচার করেছেন। হয়তো তিনি তা না করলেও পারতেন। তবে ওই তালিকার বেশিরভাগ চুক্তি বাস্তবেই ছিল না। শুধুমাত্র একটি চুক্তিই বাতিল হয়েছে, সেটি হলো ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএসইর সঙ্গে টাগবোট সরবরাহ সংক্রান্ত চুক্তি।”

বিজ্ঞাপন

তৌহিদ হোসেন আরও জানান, ভারতের সঙ্গে বিদ্যমান কিছু চুক্তি ও প্রকল্প পর্যালোচনার প্রক্রিয়া চলছে, তবে এখন পর্যন্ত কোনো বড় ধরনের বাতিলের সিদ্ধান্ত হয়নি।

এর আগে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে দাবি করেন, শেখ হাসিনা সরকারের সময়ে ভারতের সঙ্গে স্বাক্ষরিত ১০টি চুক্তি ও প্রকল্প বাতিল হয়েছে এবং আরও কয়েকটি প্রকল্প পর্যালোচনায় রয়েছে।

তার দেওয়া তথ্যে বলা হয়, ত্রিপুরা-চট্টগ্রাম রেল সংযোগ, ফেনী নদী পানি ব্যবস্থাপনা, আশুগঞ্জ-আগরতলা করিডর এবং ভারতীয় অর্থনৈতিক অঞ্চলসহ একাধিক প্রকল্প বন্ধ বা স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন

তবে পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট হয়, ওই তথ্যে উল্লেখিত অধিকাংশ প্রকল্প বা চুক্তির বাস্তব অস্তিত্বই নেই।

সরকারি পর্যায়ে বিষয়টি যাচাই-বাছাই চলছে বলে নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারাও।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD