Logo

ড্রাইভিং লাইসেন্সে বড় পরিবর্তন, প্রশিক্ষণকালীন সময় পাবে ভাতা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ অক্টোবর, ২০২৫, ১৬:৪০
296Shares
ড্রাইভিং লাইসেন্সে বড় পরিবর্তন, প্রশিক্ষণকালীন সময় পাবে ভাতা
ছবি: সংগৃহীত

দেশে ড্রাইভিং লাইসেন্স পদ্ধতিতে আসছে বড় পরিবর্তন। দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত চালক তৈরির লক্ষ্যে লাইসেন্স প্রাপ্তির প্রক্রিয়া পুরোপুরি নতুনভাবে সাজাতে যাচ্ছে সরকার। এবার থেকে ড্রাইভিং লাইসেন্স পেতে হলে কমপক্ষে ৬০ ঘণ্টার প্রশিক্ষণ সম্পন্ন করা বাধ্যতামূলক হবে।

বিজ্ঞাপন

বুধবার (২২ অক্টোবর) সকালে রাজধানীতে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫’-এর অনুষ্ঠানে এই তথ্য জানান অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তিনি বলেন, “ড্রাইভিং লাইসেন্সের বর্তমান পদ্ধতিতে ব্যাপক সংস্কার আনা হচ্ছে। এখন থেকে প্রশিক্ষণনির্ভর ও দক্ষ চালক তৈরির দিকেই জোর দেওয়া হবে। বিআরটিএ আর লাইসেন্স প্রদানের একমাত্র কর্তৃপক্ষ থাকবে না।”

বিজ্ঞাপন

তিনি জানান, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) এবং সরকার অনুমোদিত বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতেই চালকদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষ না করলে কেউ লাইসেন্স পরীক্ষায় অংশ নিতে পারবে না।

ফাওজুল কবির খান আরও বলেন, “চালকদের প্রশিক্ষণকালীন সময়ে ভাতা দেওয়া হবে। পাশাপাশি তাত্ত্বিক ও ব্যবহারিক দুই ধরণের প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হবে। সড়কের সাইন, ট্রাফিক নিয়ম এবং যান নিয়ন্ত্রণের কৌশল জানতে হবে। শারীরিক সক্ষমতা ও ডোপ টেস্টও থাকবে বাধ্যতামূলক।”

তিনি আশা প্রকাশ করেন, আগামী মাস থেকেই এই নতুন প্রশিক্ষণ ও লাইসেন্স ব্যবস্থা চালু করা সম্ভব হবে।

বিজ্ঞাপন

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখশ চৌধুরী, সেতু সচিব মো. আবদুর রউফ, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান, বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ এবং ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম।

বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন এই উদ্যোগ সড়কে দুর্ঘটনা কমাতে এবং চালকদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD