Logo

২৩ ঘণ্টা পর পুরো রুটে মেট্রোরেল চলাচল শুরু

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ অক্টোবর, ২০২৫, ১১:২৮
8Shares
২৩ ঘণ্টা পর পুরো রুটে মেট্রোরেল চলাচল শুরু
ছবি: সংগৃহীত

প্রায় ২৩ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও পুরো রুটে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।

বিজ্ঞাপন

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী জানিয়েছেন, সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টা থেকে মেট্রোরেলের সব রুটে অপারেশন চালু করা হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর ৪৩৩ নম্বর পিলার থেকে একটি বিয়ারিং প্যাড নিচে পড়ে এক পথচারীর মৃত্যু ও দুজন আহত হন। দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে পুরো রুটে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বিজ্ঞাপন

পরে বিকেল ৩টার দিকে আগারগাঁও-উত্তরা সেকশনে এবং সন্ধ্যা সোয়া ৭টার দিকে মতিঝিল-শাহবাগ সেকশনে ট্রেন চলাচল আংশিকভাবে চালু করা হয়। তবে শাহবাগ থেকে আগারগাঁও পর্যন্ত অংশে ট্রেন চলাচল বন্ধ ছিল।

দুর্ঘটনার প্রায় সাড়ে ২৩ ঘণ্টা পর ৪৩৩ নম্বর পিলারে নতুন বিয়ারিং প্যাড বসানোর কাজ সম্পন্ন করে পুরো রুটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক করে ডিএমটিসিএল।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD