জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুপারিশ ঐকমত্য কমিশনের

আগামী জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য গণভোট আয়োজনের সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ এ তথ্য জানান।
আলী রীয়াজ বলেন, গণভোট আয়োজনের সুপারিশ সরকারের কাছে দেওয়া হয়েছে। সরকারের সিদ্ধান্তের পর থেকে নির্বাচনের দিন পর্যন্ত এই গণভোটের কার্যক্রম সম্পন্ন হবে। আমরা কোনো সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করিনি।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, সুপারিশ বাস্তবায়নের প্রক্রিয়া অধ্যাদেশ বা আদেশের মাধ্যমে হতে পারে এবং তা আলাদা করে উল্লেখ করা হয়েছে।
কমিশন সূত্রে জানা যায়, ৬টি সংস্কার কমিশনের ১৬৬টি সুপারিশ রাজনৈতিক দলগুলোকে পাঠানো হয়েছে। এছাড়া ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে বসে এসব সুপারিশ নিয়ে বিস্তারিত আলোচনাও করা হয়েছে।
রাজনৈতিক দলের মতামত, বিশেষজ্ঞ পরামর্শ এবং কমিশনের অভিজ্ঞতা মিলিয়ে এই সুপারিশগুলো চূড়ান্ত করা হয়েছে।
বিজ্ঞাপন
আলী রীয়াজ বলেন, আমাদের উদ্দেশ্য দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী করা। সুপারিশ বাস্তবায়ন হলে নির্বাচনের আগে জনগণ সরাসরি অংশগ্রহণের মাধ্যমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রভাব রাখতে পারবে।
এই সুপারিশ জাতীয় নির্বাচনের পূর্বপ্রস্তুতি ও সনদ বাস্তবায়নে রাজনৈতিক সংলাপকে আরও কার্যকর করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।








