Logo

সরকারি চাকরিজীবীরা পেলেন সুখবর, জারি হলো নতুন প্রজ্ঞাপন

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ নভেম্বর, ২০২৫, ১২:৩৭
421Shares
সরকারি চাকরিজীবীরা পেলেন সুখবর, জারি হলো নতুন প্রজ্ঞাপন
ছবি: সংগৃহীত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ সংক্রান্ত আর্থিক সুবিধা সম্প্রতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। অর্থ মন্ত্রণালয় জারি করা নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে অভ্যন্তরীণ প্রশিক্ষণের ভাতা ও প্রশিক্ষক সম্মানী বাড়ানো হয়েছে, যা সরকারি কর্মীদের কর্মক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে।

বিজ্ঞাপন

নতুন প্রজ্ঞাপনের মূল বিষয়গুলো হলো- অভ্যন্তরীণ প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের ভাতা পূর্বের তুলনায় দ্বিগুণ করা হয়েছে। তৃতীয় গ্রেড বা যুগ্ম সচিব ও তদূর্ধ্ব কর্মকর্তাদের প্রশিক্ষক সম্মানী প্রতি ঘণ্টায় ৩,৬০০ টাকা, যা আগে ছিল ২,৫০০ টাকা। চতুর্থ ও পঞ্চম গ্রেড বা উপসচিব ও নিচের পর্যায়ের কর্মকর্তাদের জন্য প্রতি ঘণ্টার সম্মানী বৃদ্ধি পেয়ে হয়েছে ৩,০০০ টাকা, যা আগে ছিল ২,০০০ টাকা।

গ্রেড-৯ থেকে উপরের কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা নির্ধারণ করা হয়েছে ১,২০০ টাকা, যা আগে ছিল ৬০০ টাকা। গ্রেড-১০ ও নিচের কর্মচারীদের জন্য প্রশিক্ষণ ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১,০০০ টাকা করা হয়েছে। কোর্স পরিচালকের সম্মানী বাড়িয়ে দৈনিক ২,০০০ টাকা, কোর্স সমন্বয়কের সম্মানী নির্ধারণ ১,৫০০ টাকা এবং সাপোর্ট স্টাফদের সম্মানী ১,০০০ টাকা করা হয়েছে।

বিজ্ঞাপন

এই প্রজ্ঞাপন শুধুমাত্র নিজ দপ্তরের বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণের জন্য প্রযোজ্য। মাঠ পর্যায়ের কর্মচারীদের জন্য সদর দপ্তর থেকে আয়োজিত প্রশিক্ষণ ও প্রকল্পভিত্তিক প্রশিক্ষণে এটি প্রযোজ্য হবে না। এছাড়া, পূর্ণ দিনের প্রশিক্ষণ না হলে দুপুরের খাবারের খরচ অন্তর্ভুক্ত হবে না।

প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গে নতুন ভাতা ও সম্মানী হার কার্যকর হবে।

বিজ্ঞাপন

বিশ্লেষকরা মনে করছেন, এতে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণে অংশগ্রহণ উৎসাহিত হবে এবং তাদের কর্মক্ষমতা ও দক্ষতা উন্নয়নে সহায়ক হবে।

সরকারি কর্মকর্তাদের জন্য এই সিদ্ধান্ত অর্থনৈতিক সুবিধা বৃদ্ধি ও প্রশিক্ষণের গুরুত্বে জোর দেওয়ার একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD