প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন অধ্যাপক আলী রীয়াজ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আলী রীয়াজ।
বিজ্ঞাপন
বুধবার (১৩ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস অধ্যাপক আলী রীয়াজকে তার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব প্রদান করেছেন। এ পদে দায়িত্ব পালনের সময় তিনি উপদেষ্টার পদমর্যাদা, বেতন-ভাতাদি এবং অন্যান্য আনুষঙ্গিক সুবিধা ভোগ করবেন।
বিজ্ঞাপন
অধ্যাপক আলী রীয়াজের দীর্ঘ প্রশাসনিক ও শিক্ষাবিদ্যাগত ক্যারিয়ার রয়েছে। তিনি জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত সংবিধান সংস্কার কমিশনের প্রধান পদে দায়িত্ব পালন করেন। এরপর গত ফেব্রুয়ারি মাসে তাকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছিল।
নিয়োগ সংক্রান্ত এ সিদ্ধান্তের মাধ্যমে আলী রীয়াজ প্রধান উপদেষ্টার দফতরের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবেন এবং সংবিধান সংস্কার ও জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে বিশেষ সহায়তা প্রদান করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।








