ঢাকায় ভবন ধস নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: ফায়ার সার্ভিস

রাজধানীবাসী ইতিহাসের ভয়াবহ ও আতঙ্কিত এক ভূমিকম্পের সাক্ষী হলো। ৫.৭ মাত্রার এই ভূমিকম্প ঢাকাবাসীর মনে ব্যাপক আতঙ্কের ছাপ রেখে গেছে। তবে এই ভূমিকম্পের পর একের পর এক গুজব ছড়ানো হচ্ছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ফোন করে রাজধানীর বিভিন্ন এলাকায় ভবন ধসে পড়েছে এমন সংবাদ দেওয়া হচ্ছে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে দেখে কোনো কিছুই হয়নি।
বিজ্ঞাপন
শুক্রবার (২১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, রাজধানীর অনেক জায়গায় কিছু ভবনে ফাটল ধরেছে এবং হেলে পড়েছে, আবার কিছু ভবনের অংশবিশেষ ভেঙে পড়েছে। তবে আমাদের কাছে একের পর এক ভবন ধসে পড়ার খবর আসছে, যা গুজব।
তিনি আরও বলেন, অনেক গুজব ছড়ানো হয়েছে। এর মধ্যে একটি উল্লেখযোগ্য গুজব হচ্ছে যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে আমাদের টিম সেখানে গিয়ে দেখে কোনো কিছুই হয়নি।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, আরমানিটোলার কসাইটুলির একটি ভবনের একপাশ ধসে পড়ার খবর পাওয়া যায়। সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট সেখানে যায়। তবে, ভবনটির তেমন কোনো ক্ষতি সাধন হয়নি। পলেস্তারার কিছু আলগা অংশ ও ইট খসে পড়েছিল। ফায়ার সার্ভিস যাওয়ার পরে কোনো হতাহত পায়নি। এছাড়া, খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে পার্শ্ববর্তী দোতলা একটি ভবনে ইট পড়ে একজন আহত হয়েছেন। এ বিষয়ে ফায়ার সার্ভিসের কোনো কাজ করতে হয়নি।
ফায়ার সার্ভিস আরও জানায়, বারিধারা ব্লক-এফ, রোড-৫-এ একটি বাসা-বাড়িতে আগুনের সংবাদ পাওয়া গেছে। বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট অগ্নিনির্বাপণে কাজ করছে। আগুনটি ভূমিকম্পের জন্য কিনা, তা জানা যায়নি। তাছাড়া, সূত্রাপুর স্বামীবাগের আটতলা একটি ভবন অন্য একটি ভবনের ওপর হেলে পড়ার খবর পাওয়া গেছে। ইতোমধ্যে সূত্রাপুর স্টেশন ঘটনাস্থলে গেছে।
বিজ্ঞাপন
প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার সংবাদের বিষয়ে ফায়ার সার্ভিস জানায়, প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। স্যাটেলাইট ফায়ার স্টেশন ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো ক্ষয়ক্ষতি নেই। এছাড়া কলাবাগানের আবেদখালী রোডের একটি সাততলা ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে গেছে। এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভবন ঠিক আছে, লোকজন আতঙ্কিত হয়ে ফোন করেছিল। মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি বাসা-বাড়িতে আগুন লেগেছে। গজারিয়া ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে।








