ভূমিকম্পে আহত অন্তত ১৮ জন ঢাকা মেডিকেলে ভর্তি

রাজধানীর বিভিন্ন এলাকায় ভয়াবহ ভূমিকম্পে শিক্ষার্থী ও শিশুসহ আহত অন্তত ১৮ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এসেছে।
বিজ্ঞাপন
শুক্রবার (২১ নভেম্বর) সকাল পৌনে এগারোটার দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। পরে আহত অবস্থায় তাদের দুপুর বারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
আহতরা হলেন– আরাফাত (২০), নুরুল হুদা (২০), সুবিয়া (১৪), সোহেল (৩৫), হারুনুর রশিদ (৫৬), আবুল খায়ের (৬০), অজ্ঞাত পুরুষ(৪০), তানজিল হোসেন(২৬), তানভীর হোসেন(২৬), হারুনুর রশিদ (৫৫), সাদিক শিকদার (২৬), রিপন (২৮) বিল্লাল (৬), ফারজানা তানভীর (২৩), প্রভা (১৮), গালিব (১৮) মধু (৩০) ও সজীব (২২)।
বিজ্ঞাপন
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
তিনি জানান, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ভূমিকম্পে আহত অবস্থায় অন্তত ১৮ জন ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে এসেছেন। এখন তাদের চিকিৎসা চলছে।








