Logo

ভুটানের সঙ্গে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ নভেম্বর, ২০২৫, ১৮:৫২
24Shares
ভুটানের সঙ্গে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

ভুটানের সঙ্গে স্বাস্থ্য খাতে সহযোগিতা এবং ইন্টারনেট সংযোগ ও টেলিযোগাযোগ সেবা সম্পর্কিত দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

শনিবার (২২ নভেম্বর) বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের উপস্থিতিতে এই দুইটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, স্বাস্থ্য খাতে সমঝোতা স্মারকে সই করেন স্বাস্থ্য বিভাগের সচিব মো. সাইদুর রহমান। অন্যদিকে আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ এবং অন্যান্য টেলিযোগাযোগ সেবার বাণিজ্যিক সহযোগিতার সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান।

বিজ্ঞাপন

সমঝোতা স্মারক স্বাক্ষরের আগে, প্রধান উপদেষ্টা ড. ইউনূস ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে একান্ত বৈঠক করেন। পরে দুই দেশের প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে দ্বিপক্ষীয় বৈঠক সম্পন্ন করেন।

প্রধানমন্ত্রী শেরিং তোবগে শনিবার সকালে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছান। ড্রুকএয়ারের বিমানে সকাল ৮টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে প্রধান উপদেষ্টা ড. ইউনূস তাকে স্বাগত জানান।

বিজ্ঞাপন

এই সমঝোতা স্মারক দুই দেশের মধ্যে স্বাস্থ্য খাত এবং তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ সেবার ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এর ফলে দুই দেশের মধ্যে প্রযুক্তি বিনিময়, ইন্টারনেট সেবার সম্প্রসারণ এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থায় সহযোগিতা আরও কার্যকরভাবে বাস্তবায়িত হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD