Logo

২০২৬ সালের নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ: সানাউল্লাহ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ নভেম্বর, ২০২৫, ১২:০৬
37Shares
২০২৬ সালের নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ: সানাউল্লাহ
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ | ফাইল ছবি

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হিসেবে আখ্যায়িত করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে সংলাপকালে তিনি এ মন্তব্য করেন এবং নির্বাচনের প্রক্রিয়ায় যে কোনো ধরনের ব্যত্যয় বা প্রতারণার চেষ্টা করা হলে ন্যূনতম ছাড়ও দেওয়া হবে না বলে সতর্ক করেন।

নির্বাচন কমিশনার সানাউল্লাহ পর্যবেক্ষকদের প্রতি বার্তা দিয়ে বলেন, কোনো ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক পর্যবেক্ষক যেন পক্ষপাতিত্ব করতে না পারে তা নিশ্চিত করতে হবে। পর্যবেক্ষকদের তালিকা তফসিল ঘোষণার ১০ দিনের মধ্যে নির্বাচন কমিশনে জমা দিতে হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, মানহীন পর্যবেক্ষক নির্বাচনে প্রয়োজন নেই, বরং শুধুমাত্র মানসম্পন্ন ও নিরপেক্ষ পর্যবেক্ষণ নিশ্চিত করতে হবে।

এছাড়া, বিদেশি নাগরিক কোনো দেশি সংস্থার হয়ে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করতে পারবেন না। বিদেশি নাগরিকরা পর্যবেক্ষণ করতে চাইলে তাদের নিজ দেশের আইন ও বিধি অনুসারে আবেদন করতে হবে।

বিজ্ঞাপন

সানাউল্লাহ বলেন, নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের দিন— এই তিনদিন পর্যবেক্ষকরা তাদের দায়িত্ব পালন করবেন। ভুয়া পর্যবেক্ষকদের চিহ্নিত ও ঠেকাতে কমিশন এবার কঠোর পদক্ষেপ নেবে। পর্যবেক্ষকদের পরিচয়পত্রে কিউআর কোড ব্যবহার করা হবে, যা জালিয়াতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD